পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৬
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি বাজারে বোমা বিস্ফোরণে ১৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির পুলিশ এ হামলার খবর নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, মূলত শিয়া সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে এ হামলাটি চালানো হয়েছিল। শুক্রবার কোয়েটার হাজার গাঞ্জি নামক একটি ফল ও সবজির বাজারে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরিত বেমাটি একটি আলুর বস্তার মধ্যে লুকিয়ে রাখা ছিল। এতে নিহত ১৬ জনের মধ্যে ৮ জনই শিয়া ‘হাজারা গোষ্ঠি’র সদস্য এবং অন্যান্যরা বাজারের কর্মচারী বলে কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আব্দুল রাজ্জাক চিমা জানিয়েছেন।
পাকিস্তানে প্রায়ই সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ২০১৩ সালে এক বোমা হামলায় প্রায় দুই শতাধিক শিয়া মুসলিম নিহত হয়েছিল।
Please follow and like us: