স্থগিত উপজেলায় ভোট ৫ মে, ১৭ এপ্রিল কেন্দ্রে
আদালতের নির্দেশনায় যেসব উপজেলা নির্বাচন স্থগিত হয়েছিল সেসব জায়গায় ৫ মে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আর অনিয়মের কারণে যেসব কেন্দ্রের ভোট বন্ধ হয়েছিল সেখানে আগামী ১৭ এপ্রিল পুনর্ভোট হবে।
বুধবার কমিশন সভা শেষে এ তথ্য সাংবাদিকদের জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, ইসির নির্দেশনায় স্থগিত উপজেলাগুলোয় আগামী ৫ মে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে যেসব উপজেলার ভোট আদালতের আদেশে স্থগিত হয়েছিল, তার মধ্যে যেগুলোর নির্বাচনের বাধা কেটেছে, সেখানেও একই দিনে ভোট হবে।
এবার চার ধাপে ৪৬৫টি উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করলেও ভোট হয় ৪১৮টিতে। একক প্রার্থী থাকায় ৩০টি উপজেলায় ভোটের প্রয়োজন পড়েনি।
বাকি ১৭ উপজেলার ভোট স্থগিত করা হয়। এরমধ্যে ১০টি আদালতের আদেশে এবং সাতটি ইসির আদেশে স্থগিত করা হয়।
এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চম ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের পর।