সোনাগাজীতে এবার কেরোসিন ঢেলে ছাত্রকে হত্যাচেষ্টা
সোনাগাজীতে এবার এক যুবকের গায়ে কেরোসিন ঢেলে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সোনাগাজীতে এ ঘটনা ঘটে। আবু সালেহ মিম সোনাগাজীর চর গণেশ এলাকার আবুল কালামের ছেলে ও ঢাকা পলিটেকনিক্যালের ইলেকট্রিকাল বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী।
এস.আই জসিম উদ্দিন বলেন, রাত সাড়ে ৯টার দিকে সালেহকে ফোন করে বাড়ির বাইরে একটি নির্জন স্থানে যেতে বলা হয়। সেখানে গেলে ওত পেতে থাকা সাত থেকে আট জন মুখোশধারী যুবক তাকে ঝাপটে ধরে গায়ে ও মুখে কেরোসিন ঢেলে দেয়। পরে তারা দিয়াশলাই জ্বালিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় ফেনী সদর হাসপাতালে নিয়ে আসেন।
সালেহর ভগ্নিপতি মো. সবুজ বলেন, কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তার মোবাইল ফোনটিও নিয়ে গেছে ওরা। তাই কোন নম্বর থেকে ফোন করা হয়েছিল তাও বলা যাচ্ছে না।
ফেনী সদর হাসপাতালে চিকিৎসক এ বি এম ওবাইদুল্লাহ বলেন, মুখে কেরোসিন ঢেলে দেয়ায় ওই তরুণের শ্বাসনালিতে ইনফেকশন দেখা দিয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।