পহেলা বৈশাখের উৎসবে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী
চার দিনের সফরে আগামী ১২ এপ্রিল বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। তার সফরকালে উদযাপন করা হবে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন পিজি হাসপাতাল) প্রাক্তন শিক্ষার্থী হওয়ায়, বেশ কয়েকবার পহেলা বৈশাখ উদযাপন করেছেন তিনি। তাই এ সময়টাকেই তিনি সফরের জন্য বেছে নিয়েছেন।
জানা গেছে, পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শেরিং। ১৪ এপ্রিল সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত সুরের ধারার পহেলা বৈশাখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও যাবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী শনিবার ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিতে আগ্রহী ভুটান। এ ছাড়া শিক্ষা খাতে বিশেষ করে মেডিকেল কলেজে আরও শিক্ষার্থী পাঠাতে চায় দেশটি।