ছত্তিসগড়ে মাওবাদী হামলায় বিজেপি’র বিধায়কসহ নিহত ৫
ভারতের ছত্তিসগড়ে বিজেপি’র এক নির্বাচনী প্রচারনা বহরে হামলা চালিয়েছে দেশটির মাওবাদী বিদ্রোহীরা।
মঙ্গলবার ছত্তিসগড়ের দন্তেওয়াড়ায় মাওবাদীদের এই হামলায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিজেপি’র বিধায়ক ভীমা মাণ্ডভির রয়েছেন। এছাড়া তার কনভয়ের নিরাপত্তায় থাকা আরো চার নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে বলে দেশটির স্থানীয় খবরে বলা হয়েছে। হামলার পর থেকেই চলছে গোলাগুলি।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের মাত্র দুদিন আগে এ হামলার ঘটনাটি ঘটলো।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, দন্তেওয়াড়ায় ভোটপ্রচারে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি। সেই সময়ই কুয়াকোন্টা ও সিয়ামগিরির মাঝে কনভয়ে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।
পুলিশ জানিয়েছে, হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি নিহত হয়েছেন। তার প্রচার কনভয়ের সঙ্গে থাকা চার নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলের ছবি দেখে বিশেষজ্ঞদের অনুমান, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল বৃহস্পতিবার দেশটির ছত্তীসগড়েও প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় মাওবাদী অধ্যুষিত একমাত্র বস্তার আসনেই ভোটগ্রহণ হবে।