কালিগঞ্জে ভূমি সেবা সপ্তাহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ মেলা ২০১৯ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল বুধবার সকাল টায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ব্যান্ড বাদ্য বাজিয়ে এক বর্ণাঢ্য র্যালী বাহির হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাত উদ্দিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, অ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, প্রধান সহকারী আল মারুফ, অফিস সহকারী শাহিনুর রহমান, সাভেয়ার নাসির উদ্দিন, তারালী ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমান প্রমূক। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা মালিকানা বা জামির স্বত্ব-দখল প্রমাণের চূড়ান্ত দলিল। সঠিক সময়ে ভূমি উন্নয়ন কর প্রদান নাগরিকের দায়িত্ব। ভূমি ব্যবস্থাপনায় জবাব দিহিতা ও স্বচ্ছতা ফিরে এসেছে এবং আধুনিকায়ন ডিজিটাল হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার সিফাত উদ্দিন বলেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপী উপজেলার ৮টি ভূমি অফিসে ভূমি বিষয়ক যে কোন পরামর্শ সমস্যা সমাধানের জন্য ভূমি মালিকদের সেবা দেওয়া হবে। ভূমি অফিস সর্বদা জনগণের সেবায় নিয়জিত থাকবে।