আশাশুনির কুল্যায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান
আশাশুনি উপজেলার কুল্যায় প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে অবঃ ডিআর সাহেবের বাগানবাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুল্যা মেধাবৃত্তি সংস্থার আয়োজনে প্রতি বছর বুধহাটা ও কুল্যা ইউনিয়নের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়ে থাকে। এবছরও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুনাকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৩৬ জন এবং প্রত্যেক বিদ্যালয় হতে ১ জন করে ৩ জনকে বিশেষ পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত করা হয়। প্রত্যেককে ৬০০ টাকা, ১টি সনদপত্র ও ১টি করে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃত্তি প্রদান করেন মেধাবৃত্তি সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি অবঃ জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুল গফুর। সংস্থার সাধারণ সম্পাদক অবঃ রেজিস্ট্রারের সহধর্মিনী মিসেস রাবেয়া গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বুধহাটা কলেঃ স্কুলের অবঃ অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, এসএমসি সভাপতি এড. দেবাশীষ মুখার্জী, আঃ হামিদ, ছাত্রী লামিয়া খাতুন ও সিরাজুম্মুনীরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক জুলহাজ উদ্দিন।