আশাশুনিতে প্রচন্ড ঘূর্ণিঝড়ে স্কুল-মন্দিরসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রবল ঘূর্ণিঝড়ে স্কুল, মন্দির ও অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট তছনছ হয়ে গেছে। এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আম ফসলসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে প্রচন্ড গতির কালবৈশাখী ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই এলাকার বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। ঝড়ে পূর্ব কাদাকাটি জেকেটি নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তেতুলিয়া আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামখালী উত্তর পাড়া দুর্গা মন্দির, ঝিকরা দুর্গা মন্দির, করচা খালী বাসন্তি মন্দির সম্পূর্ণভাবে চাল উড়ে ও গাঁথনি ভেঙ্গে যায়। এছাড়া বুধহাটা, কুল্যা, কাদাকাটির টেংরাখালী, করচা খালী, বলাবনিয়া, তেতুলিয়া, মিত্র তেতুলিয়া, খেজুয়ারডাঙ্গা, ঝিকরা, কাদাকাটি, শাহনগর, ব্রাহ্মন তেতুলিয়া, মোকামখালী, টেকাকাশিপুর, আশাশুনি, দরগাহপুর, বড়দল, খাজরাসহ বিভিন্ন ইউনিয়ন ও এলাকার অসংখ্য দোকান পাট, ঘরবাড়ির চাল উড়ে গেছে। এলাকার গাছগাছালি, বিদ্যুতের লাইন ছিড়ে উপড়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎহীন, কোথাও কোথাও এরিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। আম গাছের ছোট আম ঝরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।