কালিগঞ্জে পল্লীতে ডাকাতির অভিযোগ
কালিগঞ্জের পল্লীতে গভীর রাতে ডাকাতি সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১০/১২ জন মুখোশধারী ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ২ লাখ টাকা নিয়ে গেছে। ঘটনাটি উপজেলা বিষ্ণপুর ইউনিয়নের কোমরপুর গ্রামেই ঘটেছে। স্থানীয় ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, ৯ এপ্রিল রাত দেড়টার দিকে কোমরপুর গ্রামে রুহুল কুদ্দুস গাজীর পুত্র শফিকুল ইসলাম গাজীর বাড়ীতে ডাকাত দলটি পাচিলের দরজা ও ঘরের দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে। এসময় পারিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, স্বর্ণের রুলী, চেইন, কানের দুলসহ বিভিন্ন জিনিসিপত্র নিয়ে যায়। ডাকাতির ঘটনায় বাড়ির মালিক ও তার পিতা ডাক চিৎকার দিলে ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় কালিগঞ্জ থানায়
Please follow and like us: