সকল নির্বাচন ইভিএমে করার সিদ্ধান্ত
আগামীতে দেশের সকল নির্বাচনের ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে শেষে ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এরইমধ্যে এ যন্ত্রে ভোটগ্রহণের জন্য ৮২ হাজার মেশিন প্রস্তুত করেছে সংস্থাটি। এজন্য নতুন একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগসহ বেশ কিছু দল ইভিএমে ভোটগ্রহণ চাইলেও বিএনপিসহ বেশকিছু দল যন্ত্রটির ব্যবহার চায় না।
ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনও ব্যাপক তৎপর।
এদিকে আগামী ২৩ এপ্রির থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
Please follow and like us: