ভারত ক্রিকেট বোর্ডের পদ ছাড়লেন গাঙ্গুলী
দুই ক্রিকেট অনুরাগীর অভিযোগের ভিত্তিতে সিএবি প্রেসিডেন্ট তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নোটিশ ধরিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের এথিক্স কমিটি। সে ঘটনার প্রেক্ষিতে বিসিসিআই থেকে নিজেকে সরিয়ে নিলেন সৌরভ গাঙ্গুলী।
গাঙ্গুলীর বিরুদ্ধে ভারতীয় বোর্ড বরাবর চিঠিতে রঞ্জিত কুমার শীল বোর্ডের অম্বুডসম্যানের দৃষ্টি আকর্ষণ করে লিখেছিলেন, ‘আগামী ১২ এপ্রিল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। স্থানীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে নাইট রাইডার্স যুক্ত সিএবি’র সঙ্গে। যে সংস্থার প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই স্বাভাবিকভাবেই ওই ম্যাচের উদ্যোক্তা হিসেবে প্রশাসনিকভাবে স্থানীয় ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন করবেন সিএবি প্রেসিডেন্ট। একইসময়ে তিনি আবার দিল্লি দাগ-আউটে বসবেন পরামর্শদাতা হিসেবে। এই ঘটনায় কি কোনওভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বার্থ-সংঘাত নিয়ে প্রশ্ন দেখা দেবে না?’
সুরে সুর মিলিয়ে একই অভিযোগ নিয়ে ভাস্বতী সান্তুয়া নামে আরেক ক্রিকেট অনুরাগীও দ্বারস্থ হয়েছিলেন বোর্ডের অম্বুডসম্যান ডিকে জৈনের। দুই ক্রিকেট অনুরাগীর চিঠির পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসে বোর্ডের এথিক্স কমিটি। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নোটিশ পাঠানো হয়েছে বোর্ডের তরফ থেকে। যেখানে ‘স্বার্থ সংঘাত’ প্রশ্নে সিএবি প্রেসিডেন্টের অবস্থান স্পষ্ট করে জানতে চাওয়া হয়েছে এবং উত্তরের জন্য সৌরভকে সাতদিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
তবে সাত দিনের আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পদ ছেড়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। আইপিএলের জন্য তিনি এ পদ ছেড়ে দিয়েছেন বলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।
এ বিষয়ে সৌরভ বলেন, ‘আমি আগে বোর্ডের টেকনিক্যাল কমিটি, আইপিএল টেকনিক্যাল কমিটি এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ছিলাম। এসব পদ থেকে আমি পদত্যাগ করেছি। বর্তমানে আমি বোর্ডের কোনও পদে নেই। এমনকী বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল কিংবা বোর্ডের অফিস বেয়ারার পদেও আমি নেই। এমনকি বোর্ডের ক্রিকেট কমিটিরও সদস্য নই।’
ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার আরও বলেন, ‘আমি এমন কোনও জায়গায় নেই, যেখান থেকে কোনও কিছুর ওপর প্রভাব খাটাতে পারব। আমি এমন কিছু করছি না, যে কারণে দিল্লি ক্যাপিটালসের হয়ে কাজ করা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া বোর্ডের কিউরেটাররা এখন