বনানীতে আহত ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
রাজধানীর বনানী অবস্থিত এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা মারা গেছেন।
আজ সোমবার সকালে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গত ২৮ মার্চ দুপুর একটার দিকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর ২২ তলা এফআর টাওয়ারের নবম তলায় আগুন লাগে। দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তাদের সঙ্গে কাজ করেন সেনা, নৌ, বিমানবাহিনীর সদস্যরা। এ ঘটনায় নিহত হন ২৬ জন। আহত হন প্রায় শতাধিক।
টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে সোহেল রানা গুরতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত শুক্রবার সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছিল।
তিনি কুর্মিটোলা ফায়ার স্টেশনে ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।