দেবহাটা থানার বিজয়ী কাবাডি দলের উপজেলা ব্যাপী বিজয় র্যালি অনুষ্ঠিত
দেবহাটা থানা কাবাডি দল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডিতে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। রোববার সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা সদর থানা দলকে হারিয়ে দেবহাটা থানা কাবাডি দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। দেবহাটা থানা কাবাডি দলের জেলা চ্যাম্পিয়ন হওয়ায় সোমবার বিকাল ৪ টায় দেবহাটা থানা চত্বর থেকে একটি বিজয় র্যালি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই মুনিরুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, এসআই মোস্তাফিজুর রহমান, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, এসআই হেকমত আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও থানার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রবিবার সাতক্ষীরা সদরকে হারিয়ে দেবহাটা উপজেলার “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০১৯” ‘চ্যাম্পিয়ন’ হয়।