দেবহাটায় আশার আলোর আয়োজনে শিক্ষার্থীদেরকে উপকরণ ও ভাতা বিতরণ
দেবহাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে এবং নবজীবনের সহযোগীতায় স্পন্সরশীপ প্রকল্পের আওতায় সোমবার দুপুর সাড়ে ১২ টায় শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ ও ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সখিপুরস্থ আলিম মাদ্রাসার সভা কক্ষে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল থেকে বাছাইকৃত মেধাবী ও গরীব ১ম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত মোট ১০৩ জন শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিক্ষা উপকরণ ও ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবজীবনের নির্বাহী পরিচালক তারিকুজ্জামান খাঁন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ও আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সখিপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য আফছার আলী, সখিপুর স্কুলের পিটিআই কমিটির সভাপতি আব্দুল খালেক, এসএমসির সদস্য হুমায়ুন কবির, হাফিজুল ইসলাম, আশার আলোর সমন্বয়কারী ফজলুল হক ও রবিউল ইসলাম, সতিকা সরকার সহ অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে ১০৩ জন শিক্ষার্থীদেরকে ব্যাগ, স্কুল ড্রেস, খাতা, কলম, কলম দানী, ফাইল, সাবান, ডিটারজেন্ট পাউডার, গ্লিসারিন, সেভলন, বিস্কুট, মশার কয়েল, ব্রাশ, টুথ পাউডার এবং প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।