কলারোয়া সীমান্তে ২ কেজি ২শ গ্রাম রুপাসহ আটক এক
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ২ কেজি ২শ গ্রাম রুপাসহ জাকির হোসেন (৩৫) নামে এক চোরাচালানীকে আটক করেছে থানা পুলিশ।
সে কলারোয়া উপজেলার মাদরা গ্রামের আলী হোসেনের ছেলে।
সোমবার বিকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান-তার নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই নাজিমুজ্জামান, এসআই সুবীর কুমার ঘোষ, এএসআই নুর আলী, এএসআই আসাবুর রহমান, এএসআই রাবিউল ইসলাম, এএসআই মিজানুর রহমান, এএসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে সোমবার ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী মাদরা গ্রামের জনৈক সামসুল হকের বাড়ী সংলগ্ন ফাঁকা মাঠ কয়েকজন চোরাচালানীকে গতিরোধ করে।
এসময় পুলিশের উপস্থিতে টের পেয়ে চোরাচালানীরা পালানোর চেষ্টা কালে পুলিশ ধাওয়া করে জাকির হোসেনকে ধরে ফেলে। এসময় তার কাছে থাকা একটি কাপড়ের ব্যাগে তল্লাসি চালিয়ে ২কোজি ২শ গ্রাম রুপার গহনা উদ্ধার করে। এসময় তার সাথে ৪/৫জন চোরাচালানী পালিয়ে যায়। উদ্ধারকৃত রুপার আনুমানিক বাজার মুল্যে ১লাখ ৭৬ হাজার ৪শ ৯৬ টাকা।
এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-৭(৪)১৯ দায়ের হয়েছে।