স্বার্থবাদী মা
মা তুমি বড়ই স্বার্থপর ও মিথ্যাবাদী
পরকালে যাওয়ার সময় মাথায় হাত বুলিয়ে বলেছিলে
পাগল আমার কাঁদিস না
আমি সব সময় তোর পাশে থাকবো
বিপদে আমাকে স্মরণ করিস
দেখবি আমি আসবো ।
মা এখন আমি শুধু বিপদে নয়
সব সময় তোমাকে স্মরণ করি
কই তুমিতো আসোনা ।
অফিসে যাওয়ার সময় তো বলোনা
বাবা সাবধানে অফিসে যাস
খাবার গুলো ঠিক মত খাস
নিজের প্রতি খেয়াল করিস ।
বাড়ি ফেরার সময় তো দরজা খুলে দাড়িয়ে থাকো না
জলের গ্লাস হাতে পাখার বাতাস দাও না
তোর পছন্দের খাবার রেঁধেছি বলে দৌড়ে আসোনা
চেহারা মলিন হয়েছে বলে সাবধান করো না
রাতে যদিও স্বপ্নে এসো
দিনেতো দেখিনা
তোমর অভাবে হাহা কারে ভরা মন টাকে
সামলে চলতে পারিনা
তোমাকে স্মরণে মনে যে শক্তি পায়
সেটাই কী তুমি, বলো মা ?
বলো তুমি মিথ্যা বাদী না
বলোনা মা বলো না ?
লেখক : দীপন মজুমদা , কবি ও সাহিত্যিক ।
Please follow and like us: