কেশবপুর উপজেলা নির্বাচন পরবর্তীতে হুমকি ধমকি অব্যাহত
কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী হুমকি ধমকি অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে দু’টি পরিবারের নিরাপত্তা দাবী করা হয়েছে।
রবিবার দুপুরে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বেলকাটি গ্রামের মৃত মোকাম সরদারের ছেলে মশিয়ার রহমান জানান, ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২ এপ্রিল দুপুরে বেলকাটি গ্রামের নওশের আলী গাজীর ছেলে কওছার আলী গাজী ও তার ছোট ভাই আবু দাউদ গাজীর নেতৃত্বে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাকে এবং একই গ্রামের মৃত আব্দুল হামিদের পূত্র কামরুজ্জামানের উপর চড়াও হয়। বেলকাটি গ্রামের কওছারের দোকানের সামনে উপস্থিত এলাকাবাসির সহায়তায় হামলাকারীরা পিছুহটলেও আমাদেরকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করে তারা বীরদর্পে স্থান ত্যাগ করে। এ ঘটনায় আমরা দুটি পরিবারে লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছি। এলাকাবাসিও তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে। উল্লেখ্য কওছার আলী গংদের বিরুদ্ধ জমি বিক্রির নামে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত মশিয়ার রহমান ও কামরুজ্জামান প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে তাদের পরিবারের নিরাপত্তার দাবী জানান।