সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন
সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক রতœা আক্তার শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মুখে কৃমিনাশক ট্যাবলেট তুলে দিয়ে উদ্বোধন করেন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল অব মেয়র আলহাজ¦ কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন, স্কুলের সভাপতি শেখ মারুফুল হক, পৌর সচিব মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস, পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার মোঃ ইবাদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক পারভীন শাহানা আক্তার, পারভীন আক্তার, মারিয়া সুলতানা, মনিরুজ্জামান, মোঃ জাহাঙ্গীর আলম, কাজী সাহাবুদ্দিন, ভেকসিন পরিবহনকারী আতিকুল ইসলাম। ৬ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৫ থেকে ১৬বছর বয়সী সকল শিশুকে একটি করে মেবেন্ডাজল ৫০০ এমজি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। সাতক্ষীরা পৌর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেন, মাদ্রাসা ও ব্র্যাক স্কুলের সর্বমোট ৩৪ হাজার শিক্ষার্থীকে এ ট্যাবলেট খাওয়ানো হবে।