হামলার প্রতিবাদে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ও নিরাপদ কর্মস্থলের দাবীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেছেন।
শনিবার সাড়ে ১২টায় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ৪দিনের আল্টিমেটাম দেওয়া হয়ে। উক্ত সময়ের মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করতে পারলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. পিয়াস হোসেন, ডা. হাসান হাবিব, ডা. কবির আলম, ডা. জি এম রনি, ডা. সাগর দে, ডা. তুষার আহমেদ, ডা. রবিউল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মানুষ যখন আহত হয়ে হাসপাতালে আসে তখন আমরাই তাদের সেবা দিয়ে থাকি। চিকিৎসা দিয়ে থাকি।
কিন্তু আমাদের ভাইদের উপর হামলা কেন? চিকিৎসা সেবা দিতে গিয়ে চিকিৎসকরা লাঞ্চিত হবেন কেন? তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী করেন। বক্তারা আরো বলেন, আজ আমরা কর্মক্ষেত্রে নিরাপদ নয়। নিজ কর্মক্ষেত্রে সন্ত্রাসী হামলার শিকার হচ্ছি।
নিরাপদ কর্মক্ষেত্র না পেয়ে আমরা মানুষের সেবা দিবো কিভাবে। আজ আমরাই আক্রান্ত। আমরা নিজেরা আক্রান্ত হচ্ছি ফলে আক্রান্ত মানুষকে রক্ষা করবো কিভাবে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী করেন।