বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন।
শনিবার ভোরে মোচনী শরনার্থী ক্যাম্পের হাবিবের ঘোনা পাহাড়ের নিচে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গারা হলেন- মোচনী ক্যাম্পের বি ব্লকের আমির হোসেনের ছেলে নুর আলম, এইচ ব্লকের মো. ইউনুসের ছেলে জুবায়ের ও ইমাম হোসেনের ছেলে হামিদ উল্লাহ।
এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- হলেন এসআই স্বপন কং, মেহেদী কং ও মং।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে জানান, অস্ত্র মজুতের খবর পেয়ে পুলিশ ওই স্থানে অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে চারটি এলজি, ৭ রাউন্ড কার্তুজসহ ওই তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
পরে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।