কবি সাযযাদ কাদিরের মৃত্যুবার্ষিকী আজ
বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম কবি, গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিক সাযযাদ কাদিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।
২০১৭ সালের ৬ এপ্রিল ৭০ বছর বয়সে মারা যান তিনি। সাযযাদ কাদির দৈনিক মানবজমিনের যুগ্ম সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
১৯৪৭ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলার মিরের বেতকা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সাযযাদ কাদির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও ভাষা সাহিত্যে ১৯৬৯ সালে স্নাতক এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে তিনি করোটিয়া সা’দত কলেজের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৭৬ সালে তিনি কলেজের চাকরি ছেড়ে সাংবাদিকতায় আসেন।
সাযযাদ কাদির শুধু কবিতা ছাড়াও গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ-গবেষণা, শিশুতোষসহ ৬০টির বেশি গ্রন্থ রচনা করেছেন। তিনি জাতীয় কবিতা পরিষদ পুরস্কার, পশ্চিমবঙ্গের নাথ সাহিত্য ও কৃষ্টিকেন্দ্রিক সাহিত্য পত্রিকার শৈবভারতী পুরস্কার, বাচসাসসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।