দেবহাটায় র্যাবের অভিযানে ১৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না আটক
দেবহাটার কুলিয়াতে অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসিনা খাতুন ময়না (৩৫) কে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ৬ এর ডিএডি শামীম আহম্মেদের নেতৃত্বে কুলিয়া সোনালী ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসিনা খাতুন ময়নাকে আটক করে র্যাব। আটককৃত মাদক ব্যবসায়ী হাসিনা খাতুন ময়না দেবহাটার কুলিয়ার আব্দুল জব্বারের মেয়ে। দীর্ঘদিন ধরেই ইয়াবা সহ মাদকদ্রব্যের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলো সে। এব্যাপারে র্যাব- ৬ এর ডিএডি শামীম আহম্মেদ বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩) দায়ের পরবর্তী মাদক ব্যবসায়ী ময়নাকে পুলিশের কাছে পাঠানো হয়।
Please follow and like us: