দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা : বাড়ী ভাঙচুর,লুটপাট

দেবহাটার জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে কওছার আলী গাজী (৪৫) নামের এক অসহায় পরিবারের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ী ভাঙচুর,নগদ টাকা-স্বর্ণালঙ্কার, ইঞ্জিন-ভ্যান সহ অন্যান্য মালামাল লুটপাট এবং পরিবারের সদস্যদের পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। কওছার আলী উপজেলার পুষ্পকটি গ্রামের কেয়ামদ্দীন গাজীর ছেলে এবং কুলিয়া ইউনিয়নের বিল শিমুলবাড়ীয়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বিল শিমুলবাড়ীয়া গ্রামের কওছার আলীর বাড়ীতে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কওছার আলী জানান, বিল শিমুলবাড়ীয়া গ্রামে তার বসত ভিটা ও পার্শ্ববর্তী একটি মৎস্য ঘের নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত ফজলুল কাদের খোকনের স্ত্রী সাতক্ষীরা শহরের সুলতানপুরের বাসিন্দা রওশনারা খাতুন রুবি’র সাথে বিরোধ চলে আসছিলো।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে প্রতিপক্ষ রওশনারা খাতুন রুবি’র কথামতো চরবালিথা গ্রামের মোস্ত মোল্যার ছেলে এমদাদুল হক, বিল শিমুলবাড়ীয়া গ্রামের মোস্তফা সরদারের ছেলে লিয়াকাত হোসেন, মৃত সাত্তার সরদারের ছেলে বাবলু সরদার, মৃত সরো সরদারের ছেলে সাইফুল্লাহ, সাইফুল্লাহ সরদারের ছেলে জুয়েল, ছরু সরদারের ছেলে রিয়াজুদ্দীন, আজিজ সরদারের ছেলে মাহফুজ, মিজান, রফিকুল বিশ্বাসের ছেলে নাজমুল হোসেন অজ্ঞাত ২০/২৫ জনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের বসতভিটায় অতর্কিত হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ী, গোয়ালঘর, সৌর বিদ্যুতের প্যানেল, ঘরের শোকেস, অন্যান্য আসবাবপত্র ভাঙচুর সহ মালামাল লুট করতে থাকে। এসময় হামলাকারী সন্ত্রাসীরা তাদের ঘরের দেয়াল,এ্যরামিটের চাল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে দু’লক্ষাধিক টাকার ক্ষতিসাধনের পাশাপাশি ঘরের শোকেসে থাকা নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার, একটি ইঞ্জিন-ভ্যান ও বাই সাইকেল সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

এ ঘটনায় বাঁধা দিতে গেলে অসহায় কওছার আলী, তার স্ত্রী জাহেদা ও মেয়ে হেনা খাতুনকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তার স্ত্রী জাহেদাকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে দেবহাটা থানা পুলিশ।

এরিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের আসামী করে দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)