ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের শ্রেয়া সাহা দেশাত্মবোধক গানে বিভাগীয় পর্যায়ে প্রথম
সাতক্ষীরা সদরের ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের মেধাবী ছাত্রী শ্রেয়া সাহা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এর বিভাগীয় পর্যায়ে দেশত্ববোধক গানে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে।
শুক্রবার ৫ই এপ্রিল খুলনার মুন্নুজান গার্লস হাইস্কুলে জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০১৯ এর বিভাগীয় পর্যায়ের সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের দশটি জেলা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে দেশাত্মবোধক গানে সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী শ্রেয়া সাহা প্রথম স্থান অধিকার করে। তার এই সাফল্যে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানসহ সকল শিক্ষকবৃন্দ তাকে অভিনন্দন জ্ঞাপন করেন। পাশা পাশি তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
Please follow and like us: