সাতক্ষীরায় রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে গড়ে উঠছে ভবন
সাতক্ষীরা সদরে রাস্তার উপর ইট,খোয়া বালু মজুত করে চলছে ভবন নির্মাণের কাজ।
নির্মাণাধীন ভবনের অপর পাশে অবস্থিত ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় কয়েকজন জানান,গত কয়েকদিন ধরে রাস্তার উপর ওইসব নির্মাণ সরঞ্জামাদি রেখে রাস্তা দখল করে রেখেছে প্রভাব বিস্তারকারী সিদ্দিকুর রহমান সিদ্দিক ।
সে গোবিন্দকাটি গ্রামের মৃত ফকির আহাম্মদের ছেলে। রাস্তা দখল করে রাখায় ভোগান্তিতে পড়ছে ছাত্র-ছাত্রী, স্থানীয় দোকান ব্যবসায়ী, পথচারীসহ জনসাধারণ। প্রতিদিন সকাল থেকেই শুরু হচ্ছে ইঞ্জিনচালিত খোয়া ভাঙা মেশিনের কাজ। তার তীব্র শব্দে অতিষ্ঠ ছাত্র-ছাত্রীরা। বাতাসে উড়ছে বালু ও খোয়ার গুঁড়া দূষিত হচ্ছে পরিবেশ। স্কুলের সামনে রাস্তার দু’পাশে প্রতিনিয়িত সৃষ্টি হচ্ছে যানজট ।
ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানান, এভাবে রাস্তার উপর নির্মাণ কাজ পরিচালনা ও সরঞ্জামাদি মজুদ রাখার জন্য সৃষ্ট যানজটে তাদের স্কুলে যাওয়ার জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া তীব্র শব্দের জন্য পাঠদানে সমস্যায় পড়ছে শিক্ষার্থীরা ।
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বলেন, সিদ্দিকুর রহমান সিদ্দিকের ভবন নির্মাণ সরঞ্জামাদি স্কুলের সামনে রাস্তার উপর রাখার জন্য ছাত্র-ছাত্রীসহ স্থানীয়রা চলাচলে সমস্যায় পরছে। তিনি সিদ্দিককে বিষয়টি জানিয়েছেন সে বলেছে বিষয়টি দ্রুত সমাধান করবেন।
এ বিষয়ে ভবনটির মালিক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, জায়গা সংকটের কারণে তিনি রাস্তার উপর সরঞ্জামাদি রেখেছেন। ভবনের ঢালাই কাজ শেষ হলে তিনি রাস্তা থেকে নির্মাণ সরঞ্জামাদি সরিয়ে নিবেন বলে জানান ।