সাতক্ষীরা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময়
সাতক্ষীরা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এড. শাহ আলমের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এড. শাহ আলম, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তুজাম, ক্রীড়া সম্পাদক আকবর আলী, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, সদস্য প্রকৌশলী আবেদুর রহমান, এড. ওসমান গণি, ওবায়েদুস সুলতান বাবলু, মশিউর রহমান পলাশ, রওনক বাসার, ইকবাল লোদী প্রমুখ। সভায় সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুন বৃদ্ধি, ময়লায়ুক্ত পানি সরবরাহের প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবারহের বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় নাগরিক আন্দোলন মঞ্চের এ যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন নব নির্বাচিত সভাপতি এড. শাহ আলম ও সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন।