শ্যামনগর উপজেলা প্রশাসন পুনর্বাসন করলেন ৩ ভিক্ষুককে
‘শেখ হাসিনার অঙ্গিকার, ভিক্ষুক মুক্ত দেশ গড়ার’ এ কথাটিকে সামনে রেখে মানুষ মানুষের জন্য এ উক্তিটির যথার্থতা প্রমাণ করে পেশাদার ৩ ভিক্ষুককে আনুষ্ঠানিক ভাবে পুনর্বাসিত করলেন শ্যামনগর উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুর ১২ টায় প্রশাসন চত্বরে শ্যামনগর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় জেলা ভিক্ষুক পুনর্বাসন ফান্ডের আর্থিক সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ৩ ভিক্ষুককে পুনর্বাসিত করেন।
পুনর্বাসিত ৩ ভিক্ষুক হলেন নূরনগর ইউনিয়নের পেশাদার ভিক্ষুক কেরামত আলী। তাকে চায়ের দোকান করার জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। আটুলিয়া ইউনিয়নের পেশাদার ভিক্ষুক ময়ফুল বিবিকে হাওয়াভাংগী বাজারে কাঁচামালের ব্যবসা জন্য নগদ ১২ হাজার টাকা প্রদান করা হয় এবং শ্যামনগর সদর ইউনিয়নের বাক প্রতিবন্ধী পেশাদার ভিক্ষুক মোঃ আব্দুল গাজীকে একটি ভ্যান প্রদান করেন। ঘটনাস্থলে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, ২০১৭ সালে শ্যামনগর উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়।
তারই আলোকে চলমান প্রক্রিয়ার অংশ হিসাবে পেশাদার ৩ ভিক্ষুককে পুনর্বাসিত করা হলো। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পেশাদার ভিক্ষুকদের চিহ্নিত করে পুনর্বাসিত করা হবে। এ সময়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ ও গণমাধ্যমকর্মী সহ সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।