শ্যামনগরে গ্রীষ্মকালীন সবজি বীজ বিতরণ
শ্যামনগরে আটুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লবণ সহনশীল জাতের গ্রীষ্মকালীন সবজি বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
গত ৩রা এপ্রিল সিডা অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় নবলোক বাস্তবায়নে দশ জন কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ করেন- আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু।
কুমড়া, ঢেঁড়স, বেগুন ও লাউয়ের বীজ প্যাকেট আকারে কৃষক সূর্য কান্তি, অমল কুমার, অনীল বিশ্বাস, গণেশ চন্দ্র মন্ডল, ভূধর চন্দ্র মন্ডল, মহানন্দ মন্ডল, শান্তি রঞ্জন মন্ডল, প্রভাষ চন্দ্র মন্ডল ও নিতাই মন্ডল কে প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাবিবুর রহমান হাবু, আব্দুস সালাম, আব্দুল গফুর, প্রকল্প কর্মকর্তা আবু কাছেদ, প্রকল্প সমন্বয়কারী জাহিদ হোসেন, এফ,ও, লাবনী আক্তার প্রমূখ। পুষ্টি চাহিদা ও আর্থিক সফলতা পেতে এ বীজ কৃষকদের অনেক উপকার আসবে।