বুধহাটার নদীতে পথ ভোলা ডলফিন
আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার বেতনা নদীতে পথ ভোলা ডলফিন কিংবা তিমি কিংবা শষী মাছ কম পানির কারণে উৎসুক মানুষের নাজেহালের শিকার হচ্ছে। মাছেটি গত কয়েকদিন ধরে এলাকার নদীতে দাপিয়ে বেড়াতে না পারলেও কষ্টকর জীবন যাপন করছে।
বিশাল সমুদে দাপিয়ে বেড়ান বৃহৎ আকৃতির মাছটি বুধবার সকালে বুধহাটা ব্রিকস এর কাছে ভাটার কারণে বেতনা নদীর চড়ে কোন রকমে ভাসছিল। উৎসুক জনতা মাছটি তাড়া করে আটকে দেয়। প্রথমে তারা মাছটি ভাটার মধ্যে পানি সমৃদ্ধ একটি চৌবাচ্চার মধ্যে আটকে রাখে। ভাটার ম্যানেজার জানতে পেরে মাছটি লোকজন দিয়ে নদীতে ছেড়ে দেন। এরপর জোয়ারের পানি বৃদ্ধিতে মাছটি আবার স্বর্গতিতে সাতরে চলে যায়। বিকালে পুনরায় মাছটি গুনাকরকাটি ব্রিজের কাছে কম পানিতে কোন রকমে ভাসছিল। মাছটি গভীর নদী কিংবা সাড়রে নিয়ে ছেড়ে না দিলে যে কোন সময় মারা যেতে পারে। মাছটি আসলে ডলফিন, না তিমি না শষী সেটি নিশ্চিত করে বলা না গেলেও সাগরের মাছ এতে কোন সন্দেহ নেই। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পাপিয়া আক্তার ঘটনাস্থান পরিদর্শন করেছেন এবং মাছটি নদীতে ছেড়ে দেওয়ায় ধন্যবাদ জানান। মাছটি না ধরতে সকলকে সচেতনতা সৃষ্টি করতে সকলকে তিনি অনুরোধ জানান।