পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
দেবহাটার ঐতিহ্যবাহী পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবর উপলক্ষে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টি ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দীন সিদ্দীকি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মাহমুদ গাজী, সহকারী শিক্ষক শাহাবুদ্দীন, জাহানারা জেসমিন, আব্দুল কাদের রাজু, শফিউল আজম, কোহিনুর আক্তার, ইব্রাহিম খলিল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।