কালিগঞ্জ উপজেলায় তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দি-হাঙ্গর প্রজেক্ট বাংলাদেশ সাতক্ষীরা শাখার আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে আরটিআই এ্যাক্টিভিটিসদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় সুজন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান সাঈদ মেহেদী। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দি-হাঙ্গার প্রজেক্টের গবেষনা ইউনিট এর সমন্বয়কারী মাহমুদ হাসান রাসেল। বক্তব্য রাখেন প্রজেক্ট সমন্বয়কারী রুহিনাজ, সজন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ও বিশিষ্ট সাংবাদিক হেদায়েত হোসেন, দি-হাঙ্গার প্রজেক্টের সাতক্ষীরা সমন্বয়কারি আনিছুর রহমান আনিছ, কর্মশালায় উপস্থিত ছিলেন সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ব্যুরো প্রধান আশিক মেহেদী, ইশারাত আলী প্রমুখ।
কর্মশালায় আরটিআই কর্মীদের তথ্য অধিকার আইনে বিভিন্ন দপ্তরে তথ্য প্রাপ্তির বিষয়ে আবেদন ও তথ্য প্রাপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন তথ্য অধিকার আইন বাস্তবায়ন হলে সুশাসন দূনীতি হ্রাস হবে। জন সাধারন কে ব্যাপক ভাবে তথ্য অধিকার আইন বিষয়ে ধারনা দেওয়ার জন্য আরটিআই কর্মীরা যে কাজ করে যাচ্ছে আমার পক্ষ থেকে তাদের কে সার্বিক সহযোগীতা করা হবে। তিনি আরো বলেন সাংবাদিকরা বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকা তথা সমাজের প্রকৃত চিত্র তুলে ধরবেন। পাশাপাশি এলাকার উন্নয়নে সহযোগীতা করবেন।