আশাশুনিতে রিজার্ভ বাস খাদে পড়ে আহত-২৪
আশাশুনি উপজেলার কাদাকাটিতে শ্রমিকদের নিয়ে যাওয়ার পথে রিজার্ভ বাস খাদে পড়ে ২৪ শ্রমিক আহত হয়েছেন। দু’জনের অবস্থা মূমুর্ষূ ছিল। বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার তেতুলিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শ্রমিক সরদার শুকুর আলি জানান, তারা যশোর বাগআচড়ায় ইটের ভাটায় শ্রমিকের কাজে গিয়েছিলেন। তারা পাবনা-ব- ৩৮৯ নং বাস রিজার্ভ নিয়ে ৪৫ জন শ্রমিক বাড়িতে ফিলছিলেন। ঘটনার সময় কাদাকাটি-প্রতাপনগর সড়কের তেতুলিয়া বাজারের কাছে পৌছলে বিচালী বোঝাই গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্র হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে জামাল গাজির পুকুরে গিয়ে পড়ে। এতে শিশু সুমন, লাভলু, নজরুল, আরিফুল, আঙ্গুর, সোহাগ, তৈবুর ও সাহিদাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে ও ক্লিনিকে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আরো ১০-১৫ জন আহত হয়েছেন। তাদেরকে এলাকার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথের নির্দেশে এসআই ইসমাইল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত বাসটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার ও দফাদার আজিজুল ইসলামের জিম্মায় দিয়েছেন।