আশাশুনিতে পুলিশী অভিযানে গ্রেফতার- ৫

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই মোঃ বিল্লাল হোসেন অভিযান চালিয়ে সিআর-৭০৪/১৫ (সাতঃ) (ওয়ারেন্ট) মূলে শ্বেতপুর গ্রামের ওহাবের ছেলে মোঃ আলাউদ্দীন শেখকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করেন।

এএসআই মোঃ কবির হোসেন পৃথক অভিযানে ৪৮৮ সি/০৯ (সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট) মূলে দীর্ঘদিন যাবৎ পলাতক শ্রীধরপুর গ্রামের মৃত নওয়াব আলি মোড়লের ছেলে মোঃ আঃ সাত্তার মোড়লকে শ্রীধরপুর এলাকা হতে গ্রেফতার করেন। এএসআই হারুনুর রশিদ অভিযান চালিয়ে জিআর-১৫৪/০৮ আসামী কুড়িকাহুনিয়া গ্রামের আঃ সাত্তার মোড়লের ছেলে শফি মোড়লকে গ্রেফতার করেন। এএসআই জাকির হোসেন জিআর-১৬০/১৪ (ক) আসামী কল্যানপুর গ্রামের মজিদ মোল্যার ছেলে আমিনুরকে গ্রেফতার করেন। এএসআই মোকাদ্দেস হোসেন নাঃ শিঃ ৫৮৮/১৮ আসামী রুইয়ারবিল গ্রামের সাকাত আলি সানার ছেলে মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)