আশাশুনিতে গ্রাম পুলিশদের আইডি কার্ড বিতরণ
আশাশুনি উপজেলার গ্রাম পুলিশ ও দফাদারদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে আশাশুনি থানা চত্বরে এ বিতরণ অনুষ্ঠান করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমানের নির্দেশনা মোতাবেক আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ ব্যক্তিগত উদ্যোগে আইডি কার্ড বিতরণ করেন। উপজেলার ১১ ইউনিয়নের সকল গ্রাম পুলিশ ও দফাদারকে তাদের ব্যক্তিগত পরিচয় ও চাকরির ক্ষেত্রে পরিচিতি সম্বলিত মান সম্মত কার্ড প্রদান করেন, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ। এসময় এসআই ইসমাইল হোসেন, এএসআই মাহবুবসহ অন্য দারোগা ও কনস্টেবলবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: