জিপিএ ৫ এর লড়াইয়ে যেন শৈশব না হারায় : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘জিপিএ ৫ পাওয়ার লড়াইয়ে যেন শিশুদের শৈশব হারিয়ে না যায়।’
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ডিআরইউ সদস্য সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার আগে পরীক্ষার প্রস্তুতির বদলে কোথায় কোনো জায়গায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কিনা, টাকা পয়সা নিয়ে সেটার জন্য কেউ কেউ অপেক্ষা করেন। এটি সত্যিই দুঃখের আর লজ্জার।’
ডা. দীপু মনি বলেন, ‘এ ধরণের ঘটনা যেন না ঘটে সেজন্য তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি করা হচ্ছে।’ পড়াশোনার মান বাড়াতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।
অনুষ্ঠানে ২০১৮ সালের পিইসিতে ২৮ জন এবং জেএসসিতে ২২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ, ক্রেস্ট ও ২ হাজার টাকার শিক্ষা বৃত্তি তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খানসহ অনেকে।