উত্যক্ত কারী মুর্শিদের আতংকে সাতক্ষীরার ন্যাশনাল সার্ভিসের নারী কর্মীরা
ন্যাশনাল সার্ভিসের মেয়েদের উত্যক্ত করছে সাতক্ষীরা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মুর্শিদ আলম।
নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা জেলা সমবায় কার্যালয়ে একাধিক ন্যাশনাল সার্ভিসে কর্মরত মেয়েরা জানান, দীর্ঘদিন যাবত মুর্শিদ আলম তাদেরকে নানা ভাবে উত্যক্ত করে আসছে। অফিসে কোন মেয়ে ভাল ড্রেস পড়ে আসলে তার নজর পড়ে সেই মেয়ের দিকে।
ওই অফিসে ন্যাশনাল সার্ভিসে কর্মরত সুন্দরী মেয়ে দেখলে তার কুনজর পড়ে। তাদেরকে তিনি বলেন তোমার মত দেখতে বউ কেন যে পেলামনা। মুর্শিদ আলম দীর্ঘদিন যাবত মেয়েদের উত্যক্ত করে আসলেও কেউ মুখ খুলতে সাহস পায়না। তার কারণ উত্যক্ত করার বিষয় কাউকে জানালে ন্যাশনাল সার্ভিস থেকে তার চাকরি খেয়ে ফেলবেন বলে হুমকি দেন তিনি।
বিষয়টি সত্যতা জানার জন্য সাতক্ষীরা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মুর্শিদ আলমের মুঠো ফোনে জানতে চাইলে তিনি মেয়েদের উত্যক্ত করার বিষয় স্বীকার করে বলেন, যেটা করছি ভাল এবং ঠিক করছি। তিনি মেয়েদের এমনই করবেন বলে জানান।
এবিষয়ে জেলা সমবায় অফিসার মোঃ হাসান মাহমুদ বলেন,মেয়েদের উত্যক্ত করার বিষয়ে কেউ তার কাছে অভিযোগ করেননি। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।
নারী উত্যক্ত কারী মুর্শিদ আলমের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছে ভুক্তভোগীরা।