প্রশ্নফাঁস রোধে কড়া নজরদারি: শিক্ষামন্ত্রী
সরকার প্রশ্নফাঁস রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া নজরদারি করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবারের এইচএসসি পরীক্ষা প্রশ্নফাঁস ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সোমবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি পরীক্ষার মত সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে। এ সময় পরীক্ষায় প্রশ্নফাঁস হবে না বলেও আশা প্রকাশ করেন ডা. দীপু মনি।
প্রসঙ্গত, দেশের ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠান থেকে এবারের পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ৬ লাখ ৮৭ হাজার ৯ জন।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গেল বছর ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৪০ হাজার ৪৮ জন। গতবারের থেকে এবার ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩৮টি কেন্দ্র বেড়েছে।
Please follow and like us: