কালিগঞ্জে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত-৩০
সারাদেশের ন্যায় কালিগঞ্জে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্র (আবশ্যিক) ও কোরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাপ্ততথ্যে জানাযায়, কালিগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে সাধারণ শাখায় ৩’শ ৬জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৬জন। একই কেন্দ্রে বিএম শাখায় ১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন অনুপস্থিত ছিলেন।
এ কেন্দ্রে হল সুপারের দায়িত্বে ছিলেন মার্কেটিং বিভাগের তাপস কুমার। রোকেয়া মনসুর মহিলা কলেজ কেন্দ্রে সাধারণ শাখায় ৩’শ ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন অনুপস্থিত ছিল। এবং বিএম শাখায় ১’শ ৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এই কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন দেবব্রত মিস্ত্রী। অপর দিকে নলতা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫‘শ ৩৭জন এর মধ্যে অনুপস্থিত ছিল ১জন। পরীক্ষা কেন্দ্রে হল সুপারের দায়িত্বে ছিলেন মোস্তফা হেলালউদ্দিন।
এছাড়া ৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা নলতা আহ্ছানিয়া দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ১৪২জন পরীক্ষার্থীর মধ্যে ১‘শ ৩৩জন অংশগ্রহণ করে। এ কেন্দ্রে অনুপস্থিত ছিল ৯জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালে কেন্দ্র গুলি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, যশোর বোর্ডের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।