অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সৌম্যসহ ৩ সতীর্থকে পেছনে ফেললেন ফিজ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ হালনাগাদে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বড়সড় অদল বদল লক্ষ্য করা গেছে। যাতে অবনমন হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ-সৌম্য সরকারের। দুইজনই এক ধাক্কায় মোস্তাফিজুর রহমানের পেছনে চলে গেছেন।
ওয়ানডে ক্রিকেটে মাত্র ৫৭ রান করা মোস্তাফিজের বর্তমান অবস্থান ৩৭তম। অপরদিকে ব্যাট হাতে তিন হাজারের অধিক রান করা রিয়াদের অবস্থান তার পরে।
হিসাব মতে, চার বছরে মোট ৪৩ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। যাতে ৭৭টি উইকেট সংগ্রহ করেছেন। আর ব্যাট হাতে ২১ ইনিংস ২২ গজে মাঠে নামার সুযোগ পেছেন। রান তুলেছেন মাত্র ৫৭ রান।
সম্প্রতি প্রকাশিত হওয়া আইসিসি অলরাউন্ডার র্যাংকিংয়ে ১৮৫ রেটিং পয়েন্ট নিয়ে মোস্তাফিজের অবস্থান এখন ৩৭ নাম্বারে৷ যেখানে স্বদেশী অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নিজ জেলার সৌম্য সরকারকে তিনি পেছনে ফেলেছেন তিনি।