সাতক্ষীরায় বৈদ্যুতিক তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু
বৈদ্যুতিক তারে জড়িয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর বীর শ্রেষ্ঠ মতিউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহতের নাম লিটন হোসেন (১৯)। সে সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ু–খালি গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও সীমান্ত ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পতক্ষদর্শী ভাড়–খালি গ্রামের ডেকরেটর মালিক রানা জানান, পড়াশুনার পাশাপাশি লিটন তার ডেকরেটরের একজন শ্রমিক হিসেবে এক বছর যাবৎ কাজ করে আসছে। রোববার রাতে গাজীপুর বীর শ্রেষ্ঠ মতিউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওয়াজ মাহফিল উপলক্ষে লিটন ডেকরেটরের কাজ করছিল। সকাল ১০টার দিকে কাজ করার সময় একটি বৈদ্যুতিক তার টানার সময় ওই তারে সে জড়িয়ে যায়। মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওয়াজ মাহফিল আয়োজক কমিটির আহবায়ক ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সদর হাসপাতাল থেকে লিটনের লাশ থানায় আনা হয়েছে।