নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ জব ফেয়ার-২০১৯ অনুষ্ঠিত
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে হয়ে গেল ‘জব ফেয়ার ২০১৯’। চাকরির বাজার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে এবং বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারে আয়োজিত এ জব ফেয়ার উদ্বোধন করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোশাররফ এম. হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবীর, আইন অনুষদের ডীন প্রফেসর আবু যায়েদ মোহাম্মদ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা এবং কর্মচারীগণ।
জব ফেয়ারে নভোএয়ার, একমি ল্যাবরেটোরিজ লিঃ, বিক্রয়ডটকম, কনকর্ড গ্রুপ এন্ড কোম্পানিজ, ডানসান ব্রাদারস্ (বিডি) লিঃ, এপেক্স, অ্যাডকম, আকিজ ফুড এন্ড বিভারেঞ্জ লিঃ, নিটোল নিলয় গ্রুপ, প্রাসাদ নির্মাণ লিমিটেড, নর্দান রিয়েল এস্টেট, এ.কে খান টেলিকম, সাঈদ ইসহাক আহমেদ এন্ড এ্যাসোসিয়েড, পিকার্ড বাংলাদেশ লিমিটেডসহ দেশি-বিদেশি প্রায় ৫০টি কোম্পানী অংশ নেয়।
এ জব ফেয়ার থেকে নর্দান ইউনিভার্সিটির বেশ কিছু শিক্ষার্থী স্বনামধন্য বিভিন্ন কোম্পানিতে নিয়োগ পাবেন বলে আশা করছেন কতৃপক্ষ। জব ফেয়ারে সিভি অ্যাসেসমেন্ট, এইচআর সামিট, করপোরেট টক, ক্যাম্পাস রিক্রুটমেন্টসহ ক্যারিয়ার সম্পর্কিত বিষয়ে কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।