আশাশুনি উপজেলা আওয়ামীলীগের জরুরী সভা
আশাশুনি উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সহ দপ্তর সম্পাদক রাজু আহমেদ পিয়াল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি নীল কণ্ঠ সোম, রাজ্যেশ্বর দাশ, অ্যাড. জহুরুল হক, ডাঃ গাউসুল হক, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, কার্যকরী কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, ইউপি চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার দীপ প্রমুখ। সভায় ২৪ মার্চ উপজেলা নির্বাচনে নৌকার জয়ের জন্য সকল নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়ে শিবির ক্যাডারদের সমন্বয় করে দল ও দলীয় সভাপতি শেখ হাসনিার বিরুদ্ধে কুৎসা রটনা, নেত্রীর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন পুড়িয়ে ফেলানসহ বিভিন্ন অভিযোগে সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাথে সাথে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়া নেতাদের তালিকা তৈরি ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।