আমি ধর্ম অন্ধদেরকে বলছি
আমি ধর্ম অন্ধদেরকে বলছি
তুমি বড়ই স্বার্থপর ও মূর্খ
তুমি নিজের স্বার্থে ধর্ম পালন করছো
ধর্মের স্বার্থে তুমি ধর্ম পালন করছোনা
তুমি সৃষ্টিকর্তার আদেশ মানছোনা।
সকল জীব সৃষ্টিকর্তার সৃষ্ট
হোকনা সে যতই নিকৃষ্ট
আস্তিক, নাস্তিক অথবা দুষ্ট
তাদের ঘৃণা করা মানে তুমি ধৃষ্ঠ।
আলো বাতাস সবার উপর বহমান
দুর্যোগ তোমাকে বাঁচিয়ে,
তোমার মতবিরোধীকে করছেনা ছারখান ।
তুমি মতবিরোধীকে মেরে
রক্তের মিছিল করে
কি করে চাইছো দোযাহান চলমান !
লেখক : দীপন মজুমদার , কবি ও সাহিত্যিক
Please follow and like us: