মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তদান করলেন শ্যামনগর থানার ওসি
“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য”কথাটি আরও একবার প্রমাণ করলেন সাতক্ষীরার শ্যামনগর থানার অফিসার ইনচার্য(ওসি) মোঃ হাবিল হোসেন।শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের রাফেজা বেগম(২২) থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। সিজার করার জন্য গত বৃহস্পতিবার (২৮ মার্চ) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন। কিন্তু সকল রকম পরীক্ষা নিরীক্ষা শেষে সেখানের কর্তব্যরত চিকিৎসকজানিয়ে দেন তার ভিতরে সন্তানটি মারা গেছে এবং পেটের ভিতরে সন্তানের নাড়ীতে ইনফেকশনের আশংখা দেখা দিয়েছে।
পরবর্তীতে ডাক্তার অপারেশন করে পেটের ভিতরে থাকা পচনকৃত মৃত বাচ্চা ও নাড়ি বের করেন। কিন্তু অপশনের সময় তার প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় ডাক্তার তার পরিবারের সদস্যদের জানিয়ে দেয় রোগীকে বাঁচাতে দশ থেকে বারো ব্যাগ ও পজেটিভ রক্তের প্রয়োজন।এসময় জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন জানিয়ে ফেসবুকে স্টেটাস দেওয়া হয়। এসময় ফেসবুকের রোগীর জীবন বাচাতে রক্তের প্রয়োজন একটি স্টেটাস দেখে শনিবার রাত ৮ টার দিকে শ্যামনগর হাসপাতালে ছুটে যান অফিসার ইনচার্য হাবিল হোসেন। এসময় তিনি ওই রোগীর জীবন বাঁচাতে এক ব্যাগ রক্ত প্রদান করেন। নিজে রক্তদান করে রাফেজার পরিবারের সদস্যদের আশ্বস্থ করে বলেন রাফেজার জীবন বাঁচাতে আমার থানার ও পজেটিভ রক্তের গ্রুপের পুলিশ অফিসার ও সদস্যরা প্রস্তুত আছে। পুলিশের কাজ মানুষের জান মালের নিরপত্তা প্রদান ও বিপদে পাশে দাঁড়ানো। রাফেজার জীবন বাঁচাতে যত ব্যাগ রক্তের প্রয়োজন হবে তিনি ব্যবস্থা করবেন বলে জানান। উল্লেখ্য রাফেজা বেগমের স্বামী আবুল হোসেন ইট ভাটায় কাজ করেন। তার পরিবারে মা ও বাবা দুজনই প্রতিবন্ধী।