নলতায় দরবেশ আলী ক্যাডেট স্কুলে জাঁকজমকপূর্ণ স্বাধীনতার অনুষ্ঠান
কালিগঞ্জের নলতা মানিকতলায় আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলে দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে স্বাধীনতা দিবস উদযাপনে আবৃত্তি, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে গতকাল বিকাল ৪টা থেকে ছাত্রছাত্রীদের আবৃত্তি, অভিনয়, নাচ, গান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা থেকে দ্বিতীয় পর্বে স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়। এবারের পিইসি পরীক্ষায় ৪৮% শিক্ষার্থী এ+ অর্জন করেছিল। সেইসব কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এবং কলকাতার গুণী কণ্ঠশিল্পী সুমনা নিয়োগীকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়। শিক্ষক আবু ফরহাদের উপস্থাপনায় সংবর্ধনা ও আলোচনা সভায় স্কুলের পরিচালক সোহরাব হোসেন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলকাতার কণ্ঠশিল্পী সুমনা নিয়োগী। বিশেষ অতিথি ছিলেন উত্তর কালিগঞ্জ শিল্পকলা আকাদেমীর পরিচালক এটিএম রেজাউল হক, পারুলিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খান আলাউদ্দিন, উপ-অধ্যক্ষ শাহিনুর রহমান, শিক্ষক আনারুল ইসলাম, সুমন রায়, জাকিয়া আহছানি উলোরা, তুহিনা আফরিন সহ সকল শিক্ষক ছাত্রছাত্রী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। সবশেষে সকল গুণী শিল্পীদের গানে ও নাচে মেতে ওঠে স্কুল প্রাঙ্গণের দর্শকবৃন্দ।