সাতক্ষীরায় বিএফএফ-সমকাল প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা
বিতর্ক উৎসবে জেলার ৬টি স্কুলের মধ্যে ক্ষুরধার যুক্তি উপস্থাপন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাতক্ষীরা সরকারি উচ্চ (বালক) বিদ্যালয়। রানারআপ হয় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া সাতক্ষীরা সরকারি উচ্চ (বালক) বিদ্যালয়ের দলনেতা পারভেজ ইমাম সেরা বক্তা নির্বাচিত হন।বৃহস্পতিবার নির্ধারিত সময়ের আগে থেকেই ক্ষুদে বিতার্কিকরা জড়ো হন সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: কাজী হাবিববুর রহমান। তিনি শিক্ষার্থীদের যুক্তির সিড়ি বেয়ে যে কোনো সমস্যা সমাধানের পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে বিজ্ঞান শিক্ষায় নতুন প্রজন্ম যাতে বেশি করে উদ্বুদ্ধ হয় সেদিকে দৃষ্টি রাখতে অভিভাবকদের পরামর্শ দেন। তিনি প্রতিবছর এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের জন্য সমকালকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাতক্ষীরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আনিছুর রহমান, শিক্ষক মো: শামীমুর রহমান, শিক্ষক মাহমুদুল হক, শিক্ষক মতিয়ার রহমান।
প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্কে সেমি ফাইনালে অংশ নেয় পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা সরকারি (বালক) উচ্চ বিদ্যালয় এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। তাদের মধ্য থেকে সাতক্ষীরা সরকারি (বালক) উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফাইনালে ওঠে। ফাইনালে বিতর্কের বিষয় ছিলো- “বর্তমান শিক্ষা ব্যবস্থা বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের অন্তরায়”। এর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অবস্থান নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ (বালক) বিদ্যালয়।
চ্যাম্পিয়ন দলের ৩ সদস্যের দলনেতা মো: পারভেজ ইমাম, ইমতিয়াজ আজাদ, এস এম সিয়াম ফেরদৌস বলেন, ‘বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার মধ্যে চ্যাম্পিয়ন হতে পেরে খুবই আনন্দ লাগছে। আশা করছি বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হবো’।
রানার আপ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা মারজান বিনতে আমানউল্যাহ, মৌমিতা কর্মকার ও সাগরিকা সাহা বলেন, এ ধরনের একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুবই ভাল লাগছে। ছোট ভুলগুলো দূর করে ভবিষ্যতে আরও ভাল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: অলিউর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আ.ন.ম গাউছার রেজা ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক পবিত্র মোহন দাস।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমকাল সুহ্নদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুস সামাদ ।