আশাশুনির কুল্যায় প্রতিপক্ষের হামলায় আহত-৭
আশাশুনি উপজেলার কুল্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুল্যা রাজবংশী পাড়ার পূর্ণচরণ মন্ডলের ছেলে হরিপদ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বুধহাটা বাজারে যাচ্ছিলেন। বাজারের অনিল সাধুর দোকানের সামনে পৌছলে একই গ্রামের জনেক মন্ডলের ছেলে সুব্রত মন্ডল পূর্ব শত্রুতার জের ধরে তাকে মারপিট করেন। মারপিটের শিকার হরিপদ বিধ্বস্থ অবস্থায় বাজারে ইউপি সদস্য আলহাজ্ব আঃ মাজেদ গাজীর কাছে গিয়ে বিষয়টি অবহিত করলে তিনি গ্রামে গিয়ে গণ্যমান্য ব্যক্তি রমজান, ইদ্রিস, রুস্তম, এনামুল, গ্রাম পুলিশ কওছারসহ অন্যদের জানাতে বলেন।
ভীত সন্ত্রস্ত হরিপদ বাড়ির লোকদের খবর দিলে অসিত, দেব, আশু, ভুলু, চরণ ও রাজ কুমার তাকে এগিয়ে নিতে আসেন। তারা একসাথে বাড়িতে ফেরার পথে ওয়াপদার উপর পৌছলে প্রতিপক্ষ সন্যাসী সরকার, দিলিপ, অসীম, দেবাশীষ, সুব্রত, কামরুল, লাভলু, কটোসহ ২০/৩০ জন লাঠিশোটা, দা ইত্যাদি নিয়ে পুনরায় তাদের উপর আক্রমন চালায়। তাদের চেচামেচিতে এলাকার লোকজন এগিয়ে গেলে আইনের আশ্রয় নিলে জীবনে শেষ করে দেওয়ার হুমকী দিয়ে তারা কেটে পড়ে।
ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তি তাদেরকে থানায় প্রেরণ করলে ডিউটি অফিসারকে দেখিয়ে ৭ জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। অসিত ও দেবের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।