আগুনে ৩ সদস্যের কমিটি, শতাধিক উদ্ধার
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে শতাধিক ব্যক্তিকে ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে দুর্ঘটনার কারণ নিশ্চিত করে বলা যাবে।
তিনি বলেন, আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। আমাদের ২৫টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের মহপরিচালক (ডিজি), ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত আছেন। হাইরাইজ ভবনে উদ্ধার কাজ চালানোর জন্য আমাদের সব ইক্যুইপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি।
আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হতে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের উদ্ধার কাজে ব্যবহৃত গাড়িগুলো ডিজিটাল, ম্যানুয়াল নয়। এগুলো সেট করতে কিছুটা সময় লাগে তবে, খুব বেশি সময় নয় সেটা।
ফায়ার সার্ভিসের ডিডি আরো বলেন, আমরা শতাধিক লোকজনকে ভবন থেকে উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করতে পেরেছি। এখানে একটা ভবন থেকে আরেকটা ভববনের দূরত্ব খুব কম। আমরা দ্রুত তৎপরতা শুরু না করলে আগুনটা অন্য ভবনেও ছড়িয়ে যেতো।
তিনি বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে অনেকটাই নিয়ন্ত্রণে। পুরো নিয়ন্ত্রণে আসতে আরো ঘণ্টাখানেক সময় লাগবে বলেও জানান তিনি।
এর আগে পৌনে বেলা ১টার দিকে কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ভবনটির ৯ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এর পরপরই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।