সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু’র মাতা মোছাঃ রহিমা বেগমের মৃত্যুতে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শোক
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু’র মাতা মোছাঃ রহিমা বেগম আর নেই। তিনি বুধবার (২৭ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে তার সুলতানপুরস্থ সাহাপাড়ার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না—-রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শেখ তহিদুর রহমান ডাবলু, লায়লা পারভীন সেঁজুতি, বরুণ ব্যাণার্জী ও শেখ হারুন উর রশিদ প্রমুখ। মরহুমের নামাজে জানাজা ২৭ মার্চ বুধবার বাদ আছর সুলতানপুরস্থ সাহাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে মরহুমের লাশ তালা উপজেলার নিজস্ব পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।