সাতক্ষীরায় জাতীয় ছাত্রসমাজের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সাতক্ষীরায় জাতীয় ছাত্রসমাজের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের আয়োজনে কাটিয়া বাজারস্থ নিজস্ব কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা ছাত্রসমাজের সিনিয়র সহ-সভাপতি ইকবল হোসেনর রনির সভাপতিত্বে এবং জেলা ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম রাজিবউল্লাহ রাজু, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, জেলা ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম রাজু, কালিগঞ্জ উপজেলা ছাত্রসমাজের সভাপতি নূর ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি কলেজ সভাপতি আলম আল রাজি রাজ, উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, সদস্য শাহরিয়ার, মাসুদ রানা, ছাত্রনেতা আশিক,মাসুম, মুন্না, লাল্টু, মনিরুজ্জামান, রাহুল, মনা, শরিফুল, ময়না, রতন, বাপ্পি প্রমুখ।
এর আগে বিকাল ৩টায় বৈকারী ইউনিয়ন ছাত্রসমাজের আয়োজনে ছাত্রসমাজের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।